ফুটপাত ও সড়কে থাকা অবৈধ নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করছে ডিএনসিসি

Mayor Atiq-1.jpg
মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে ফুটপাত ও সড়কে থাকা অবৈধ নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করছে ডিএনসিসি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সাড়াশি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে ফুটপাত ও সড়কে থাকা অবৈধ নির্মাণসামগ্রী জব্দ করে তাৎক্ষণিক নিলামে তুলে বিক্রি করতে দেখা গেছে।

আজ সোমবার সকাল ১০ থেকে ডিএনসিসি’র বিভিন্ন এলাকায় পূর্বঘোষিত এ অভিযান শুরু হয়। যা ডিএনসিসি’র ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই ফুটপাত ও সড়কে প্রাপ্ত অবৈধ নির্মাণসামগ্রী জব্দ করে তাৎক্ষণিক নিলামে তুলে বিক্রি করছেন ডিএনসিসি’র কর্মকর্তারা।

সেসময় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আজ সারাদিন ডিএনসিসির ১০টি এলাকায় একযোগে সাড়াশি অভিযান চলবে। বড় বড় অট্টালিকা নির্মিত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আইনের তোয়াক্কা না করে তারা সড়ক ও ফুটপাতে ইট, বালু, রড রেখে দিচ্ছেন। এতে ফুটপাতগুলো সংকুচিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। আমি সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের বলেছি, আজ যেখানেই এসব সামগ্রী পাওয়া যাবে, দেশের আইন অনুযায়ী সেগুলো তাৎক্ষণিক নিলাম করা হবে।’

‘আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আজ থেকে সপ্তাহে একদিন এ ধরনের সাড়াশি অভিযান চলবে’, যোগ করেন তিনি।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ডিএনসিসি এলাকার ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English

No one involved in mob violence will be spared: home adviser

He credits the media and digital platforms for enabling quicker responses

56m ago