করোনা সংক্রমণে বিশ্বে ভারত এখন দ্বিতীয়তে

দিল্লির একটি হাসপাতালে সুরক্ষা পোশাক পরে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ৫ সেপ্টেম্বর ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯০ হাজার ৮০২ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে প্রতিদিন ৯০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪২ লাখ চার হাজার ৬১৩ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে মারা গেছেন আরও এক হাজার ১৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৭১ হাজার ৬৪২ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৫৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৩০ শতাংশ।

আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশে। দেশটিতে মোট শনাক্ত ৪২ লাখ চার হাজার ৬১৩ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন আট লাখ ৮২ হাজার ৫৪২ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সাত লাখ ২০ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে চার কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৫০৭টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ পাঁচ হাজার ১৫১ জন এবং মারা গেছেন আট লাখ ৮৩ হাজার ৩৪২ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন।

Comments

The Daily Star  | English
IMF World Bank Spring Meetings 2025

IMF-World Bank meetings end with little tariff clarity, but economic foreboding

Many participants in the Spring Meetings had a sense that Trump's admin was still conflicted in its demands from trading partners hit with his sweeping tariffs.

19m ago