এগিয়ে গিয়েও ফের জয় হাতছাড়া জার্মানির

তিন দিনের ব্যবধানে দুবার হতাশায় পুড়তে হলো জার্মানিকে।
germany football
ছবি: রয়টার্স

তিন দিনের ব্যবধানে দুবার হতাশায় পুড়তে হলো জার্মানিকে। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়ে অনেকটা সময় লিড ধরে রেখেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করায় শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হলো জোয়াকিম লোর শিষ্যদের।

রবিবার রাতে উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে স্বাগতিক সুইসদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানরা। প্রতিযোগিতাটির দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি দলটি।

বাসেলের সেইন্ট জ্যাকব পার্কে দারুণ শুরুর পর ১৪তম মিনিটে ইলকাই গুন্দোগানের গোলে এগিয়ে গিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে ধারার বিপরীতে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান সিলভান উইডমার।

আগের ম্যাচে ঘরের মাঠে বার্লিনের মার্সিডিজ বেঞ্চ অ্যারেনায় স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। সেদিন অনেকগুলো গোলের সুযোগ তৈরি করে প্রাধান্য দেখিয়ে ম্যাচ নিজেদের হাতেই রেখেছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকের গোলই খেলায় ব্যবধান গড়ে দেবে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে লক্ষ্যভেদ করে জার্মানির জয় কেড়ে নেয় স্পেন।

দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। নিজেদের আগের ম্যাচে হেরে যাওয়া সুইজারল্যান্ড ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। ২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ীরা ৪ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। দুইয়ে থাকা ইউক্রেনের অর্জন ৩ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

1h ago