করোনায় সিরাজগঞ্জের মাধাইনগর ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মির্জা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।’
তার মরদেহ মৃতদেহ মাধাইনগরে নিজ বাড়িতে পৌঁছালে আজ দুপুরে প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয় বলে জানান তিনি।
Comments