হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন নিহত

দুর্ঘটনার কবলে পড়া পাজেরো জিপ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের ও পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে জিপে থাকা চার জনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।

এরপর, চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলও আছেন বলেও জানান তিনি।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উপজেলা চেয়ারম্যান কাজলের মোবাইল ফোন পাওয়া গেছে।

Comments