টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরিও করতে সক্ষম রাসেল!

ব্যাট হাতে রাসেল মানে যেন যেকোনো কিছুই সম্ভব। সেই সম্ভবের সীমায় নাকি কুড়ি ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও আছে
andre russell
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

খুনে মেজাজে ব্যাটিংয়ের জন্য আন্দ্রে রাসেলের নাম দুনিয়াজোড়া। ব্যাট হাতে রাসেল মানে যেন যেকোনো কিছুই সম্ভব। সেই সম্ভবের সীমায় নাকি কুড়ি ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও আছে। এমনটাই বলছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি।

এবারও আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবেন এই ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান। দুনিয়া ঘুরে ঘুরে ফ্রেঞ্চাইজি ক্রিকেট খেলে নিজের আলাদা একটা ঘরানা তৈরি করে ফেলেছেন তিনি। পরিসংখ্যান নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ৩২৯ টি-টোয়েন্টি ম্যাচে ৫ হাজার ৫৮৭ রান করেছেন ১৭০ এর বেশি স্ট্রাইকরেটে। অন্তত ১ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটের আশেপাশে কেউ নেই।

বলে বলে চার-ছয় মেরে যেকোন অসম্ভব হিসাবই মিলিয়ে ফেলেন তিনি। আইপিএল, বিপিএলে এমন দেখা গেছে বারকয়েক। তবে তাকে কেন আরও উপরে খেলানো হয় না, এই প্রশ্ন উঠে প্রায়ই। বেশিরভাগ সময় ফিনিশারের ভূমিকায় থাকা রাসেলকে এবার তিন নম্বরে দেখতে চাইছেন কেকেআর মেন্টর হাসি। তার বিশ্বাস উপরে নেমে শেষ পর্যন্ত থাকতে পারলে এমনকি ডাবল সেঞ্চুরিও করে ফেলতে পারেন এই ডানহাতি, ‘তাকে ওপরে নামিয়ে যদি দলের লাভ হয়, তবে কেন নয়? আমাদের ম্যাচ জিততে সুবিধা হলে সেই ভাবনা কেনই বা করব না। আমার তো মনে হয় ও যদি তিন নম্বরে খেলে আর ৬০ বল খেলতে পারে তাহলে এমনি ডাবল সেঞ্চুরিও করে ফেলতে পারে। রাসেলের পক্ষে যেকোনো কিছুই সম্ভব। ও দলের অক্সিজেনের মতো।’

তেমনটা হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে রাসেলকে। ভাঙতে হবে ক্রিস গেইলের রেকর্ড।  ২০১৩ সালের আইপিএলে ৬৬ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। টি-টোয়েন্টিতে যা এখনো সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago