সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী মারা গেছেন

Emdadul_Bari_8Sep20.jpg
সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ একেএম এমদাদুল বারী মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি জেলা পরিষদের প্রশাসক, মহান মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্ব রণাঙ্গনের প্রচার দপ্তরের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ এহতেশামুল বারী ওরফে তানজিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া পিটিআই স্কুল মাঠে সৈয়দ এ কে এম এমদাদুল বারীর নামাজে জানাজা হয় এবং সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে (বাদ জোহর) তৃতীয় নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার রাণীখার পূর্বপাড়া গোরস্থানে দাফন করা হবে।

১৯৩৫ সালের ২৩ নভেম্বর আখাউড়া উপজেলার রাণীখার গ্রামে এমদাদুল বারীর জন্ম হয়। ৩৮ বছর বয়সে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ১৯৭০ সালে তিনি গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এক শোক বার্তায় তিনি বলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারিয়েছেন।

এ ছাড়া, তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago