ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৫৮০৯, মৃত্যু ১১৩৩
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৫ হাজার ৮০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪২ লাখ ৮০ হাজার ৪৪২ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
একই সময়ে মারা গেছেন আরও এক হাজার ১৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৭২ হাজার ৭৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৫২১ জন। মোট সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২৩ হাজার ৯৫০ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬০ শতাংশ।
আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশে। দেশটিতে মোট শনাক্ত ৪২ লাখ ৮০ হাজার ৪২২ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন আট লাখ ৮৩ হাজার ৬৯৭ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ লাখ ৯৮ হাজার ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে পাঁচ কোটি ছয় লাখ ৫০ হাজার ১২৮টি নমুনা।
উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ১৩২ জন এবং মারা গেছেন আট লাখ ৯২ হাজার ৬৪৮ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ২৪৩ জন।
Comments