পুলিশ সদস্যদের বিদেশে যেতে লাগবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কোভিড-১৯ সনদ
পুলিশ সদস্যদের বিদেশ ভ্রমণে যেতে প্রয়োজনীয় কোভিড-১৯ সনদের জন্য ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে নির্ধারণ করেছে সরকার।
পুলিশের যে কারও বিদেশ ভ্রমণের জন্য এই হাসপাতাল থেকে কোভিড-১৯ পরীক্ষা করে ভাইরাসমুক্ত থাকার সনদ নিতে হবে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই হাসপাতালটি পুলিশ সদস্যদের জন্য সুনির্দিষ্ট করার কথা বলা হয়েছে।
সরকারের এর আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়। প্রথমে ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে বিদেশগামীদের কোভিড পরীক্ষা করানোর জন্য সুনির্দিষ্ট করা হয়।
সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী, যাত্রার ৭২ ঘণ্টার আগে নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। এই সময়ের মধ্যে যাত্রীকে আইসোলেশনে থাকতে হবে।
Comments