নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৮

Narayanganj-2.jpg
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ছবি: স্টার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আব্দুল হান্নান (৫০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ জনে।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃত হান্নানের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল।’

এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

মসজিদে বিস্ফোরণ: সিঁড়ির নিচে গ্যাস লাইনের সন্ধান

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

মসজিদে বিস্ফোরণ: রাঙ্গাবালীর নিহত ৪ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৫

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

মসজিদে বিস্ফোরণের বর্ণনা দিলেন ১৭ জন প্রত্যক্ষদর্শী

পুত্রের জন্যে পিতা!

‘দীর্ঘদিন ধরেই মসজিদে নামাজ পড়তে গেলে গ্যাসের গন্ধ পাওয়া যেতো’

বেদনাবিধুর নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি

মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল: মেয়র আইভী

নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭, আশঙ্কাজনক অনেকে

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

39m ago