সন্দ্বীপে মেছোবাঘের ছানা উদ্ধার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পিটিয়ে মেরে ফেলার আগমুহূর্তে মেছোবাঘের একটি ছানাকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড থেকে ছানাটিকে উদ্ধার করেন স্থানীয় সংবাদকর্মী নরোত্তম বনিক।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরের দিকে খবর পাই যে মাইটভাঙ্গায় একটি মাঠে মেছোবাঘের ছানাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে গেছে স্থানীয়রা। সাথে সাথে রওনা দিই। খোঁজখবর নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে স্থানীয়দের বুঝিয়ে ছানাটাকে উদ্ধার করে নিয়ে আসি। ধারণা করছি ছানার মাকেও হত্যা করা হয়েছে।’
উপকূলীয় বনবিভাগের সন্দ্বীপ রেঞ্জ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, বাচ্চাটির বয়স চার দিনের মতো হবে। আজকে বিকেলে দিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে পাঠিয়েছি প্রাথমিক চিকিৎসার জন্য। বাচ্চাটি সুস্থ হয়ে উঠলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
Comments