অনলাইন বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া
করোনাভাইরাস মহামারির মধ্যেও ইন্দোনেশিয়ার অনলাইন খুচরা গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে দেশটির ব্যবস্থাপনা পরামর্শদাতা কোম্পানি রেডসিয়ার।
দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
রেডসিয়ারের দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশীদার রোশান রাজ বেহেরা বলেছেন, ‘এ বছর ইন্দোনেশিয়ার ই-কমার্স জিএমভি ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। যেখানে ভারতের ই-কমার্স জিএমভি ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস পাওয়া গেছে। গত বছর ভারতের জিএমভি ছিল ২৯ দশমিক ২ বিলিয়ন ডলার এবং ইন্দোনেশিয়ার জিএমভি ছিল ২৩ বিলিয়ন ডলার।’
রেডসিয়ারের মতে, ইন্দোনেশিয়ায় অনলাইনে কেনাকাটার হার ভারতের চেয়ে ২ দশমিক ৫ গুণ বেশি। ই-কমার্স ব্যবসায় ভর্তুকি ও আনুষঙ্গিক সহায়তা প্রদানের বিষয়টি এখানে প্রভাব ফেলেছে।
গতকাল জাকার্তা পোস্টের সঙ্গে আলাপকালে রোশান রাজ বেহেরা বলেন, ‘করোনা মহামারির পুরোটা সময় ইন্দোনেশিয়ায় বহু মানুষ ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সন্ধান করেছে এবং সেগুলো থেকে পণ্য কেনাকাটা করেছে। ভবিষ্যতেও তারা এভাবে ক্রয় করতেই থাকবে।’
তিনি আরও বলেন, ‘আগে ইন্দোনেশিয়ায় অনলাইন ক্রেতা ছিল ৭৫ মিলিয়ন, করোনা মহামারির পর যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ মিলিয়নের মতো।’
Comments