গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি, ১০ জনের মরদেহ উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ বুধবার দুপুর পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রলারটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, এ পর্যন্ত পাঁচ জন নারী এবং দুই মেয়ে ও তিন ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের বাসিন্দা। তারা নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে এখনো তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগরে গুমাই নদীতে একটি মালবাহী ট্রলার ওই যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিসুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ট্রলারটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কত জন সাঁতরে উঠতে পেরেছেন আর কত জন এখনো নিখোঁজ তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
Comments