এনআইডি জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়া কুষ্টিয়ার যুবলীগ নেতা গ্রেপ্তার

পাঁচ জনের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) জালিয়াতি করে কোটি টাকার জমি হাতিয়ে নেওয়া চক্রের হোতা কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ পাঁচ জনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজন

পাঁচ জনের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) জালিয়াতি করে কোটি টাকার জমি হাতিয়ে নেওয়া চক্রের হোতা কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ পাঁচ জনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।

সুজনসহ অন্যরা যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন—শহরের আড়ুয়াপাড়া এলাকার ওয়াদুদ ওরফে মিন্টু খন্দকার, কুমারখালী উপজেলার শালঘর মধুয়ার মিলন হোসেন ও তার দুই বোন ছোনোয়ারা খাতুন ও জাহানারা খাতুন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, যুবলীগের সুজনের নেতৃত্বে এই জালিয়াত চক্র একই পরিবারের পাঁচ জন শরিকের নামে ভুয়া এনআইডি তৈরি করে কুষ্টিয়া শহরের মজমপুর মৌজার ২৫৭৫, ২৫৭৬, ২৫৮০, ২৫৮১ দাগের মধ্যে ২২ শতক জমির ভুয়া মালিক সেজে ৭৭ লাখ টাকায় মহিবুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। ওই জমির প্রকৃত মালিক শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা এম এম ওয়াদুদ, তার মা মোকসুদা খাতুন, চার বোন রিজিয়া খাতুন, বাসরো খাতুন, সালমা কবির ও শামীমা খাতুন। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই জমির আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

জালিয়াতির এই ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর বিষয়টিকে আমলে নেয় পুলিশ। এই ঘটনায় নিজেদের সংগঠনের নেতার জড়িত থাকার অভিযোগ ওঠায় রোববার কেন্দ্রীয় যুবলীগ কুষ্টিয়া শহরের শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেছেন, অভিযান অব্যাহত আছে। জালিয়াতিতে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago