রায়ে সন্তুষ্টি, আইন কার্যকরে সহায়ক পরিবেশ তৈরির আহ্বান এইচআরএসএসের
নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
বুধবার এক বিবৃতিতে হেফাজতে নির্যাতন ও হত্যা বন্ধে এ আইন কার্যকর করতে সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় পরে হলেও ২০১৪ সালে পুলিশের হেফাজতে জনি নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ৫ জন আসামির মধ্যে তিন জনের যাবজ্জীবন ও অপর দুই জনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সমাজে-রাষ্ট্রে ভয়হীন পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছি, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সাক্ষী ও পরিবার বাধাহীন পরিবেশে নির্ভয়ে এ ধরনের অপরাধের বিচার চাইতে পারে এবং সাক্ষ্য দিতে পারে। সর্বোপরি নিরাপদে বসবাস করতে পারে রাষ্ট্রের কাছে এমন পরিবেশ সৃষ্টির আহ্বান জানাচ্ছি।
Comments