গুগলি, ফ্লিপার নিয়ে কাজ করে টেস্টে চোখ বিপ্লবের

aminul islam biplob
লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ছবি: বিসিবি

বাংলাদেশে একজন মানসম্পন্ন লেগ স্পিনারের হাহাকার অনেক দিনের। এক বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে দারুণ নজর কেড়ে সেই শূন্যতায় আশা জাগান আমিনুল ইসলাম বিপ্লব। তবে বলে নিয়ন্ত্রণ ছাড়া খুব বেশি অস্ত্র না থাকায় তাকে কেবল সীমিত ওভারেই ভাবা হচ্ছিল। এবার এই লেগ স্পিনার নিজের ইচ্ছার পরিধি করেছেন বড়, ভাণ্ডারে যোগ করতে যাচ্ছেন নতুন বিদ্যা। তার চোখ লাল বলের ক্রিকেটে।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ২ উইকেট নিয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে পেয়েছেন ১০ উইকেট। তবে নিয়ন্ত্রিত বোলিং আর মাথা খাটানোর মনোভাব তার সম্ভাবনার জায়গা রেখেছে জারি।

করোনাভাইরাসের কারণে লম্বা সময়ের বিরতির পর তূণে নতুন অস্ত্র শান দিতে কাজ করছেন তিনি। আদর্শ লেগ স্পিনারদের প্রধান দুই অস্ত্র গুগলি আর ফ্লিপার আয়ত্তে আনতে চান বিপ্লব। ৫ দিন বন্ধ থাকার পর বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন এসে এই লেগ স্পিনার জানিয়েছেন সেই ভাবনার কথা,  ‘ লকডাউনে বোলিং নিয়ে ওভাবে কাজ করা হয়নি। নিজের বোলিং ভিডিওগুলো দেখতাম, কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে। আমরা যখন অনুশীলন শুরু করি এবার, আমি লেগ স্পিন দিয়েই শুরু করেছি। এরপর আস্তে আস্তে গুগলি, ফ্লিপার এগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। আশা করছি সামনে ভালো কিছুই হবে।’

সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। বিপ্লবও তাই টেস্টের দিকে চোখ করে আছেন, ‘আলটিমেটলি প্রত্যেক ক্রিকেটারেরই একটা লক্ষ্য থাকে লাল বলের ক্রিকেট খেলার জন্য। আমারও সেটা আছে, যদি কখনো সুযোগ হয় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

1h ago