ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে ৭ রোহিঙ্গা আটক

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় যশোরের বেনাপোল থেকে সাত রোহিঙ্গা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মনজুর ই এলাহী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সন্ধ্যায় পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। আমাদের কাছে গোপন সংবাদ ছিল, পুটখালী সীমান্ত পার হয়ে কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে অনুযায়ী বিজিবি সদস্যরা প্রস্তুতি নিয়ে তাদের আটক করে। এরা হলেন— মো. আব্দুল হালিম (৩৫), মো. কাওছার আলী (২২), মোসাম্মৎ খুশি বেগম (২১), সৈয়দুল কাউসার (২০), মোসাম্মৎ কোনাইসা বিবি (২০), মোসাম্মৎ দিলজান খাতুন (১৬) ও মোহাম্মদ সালমান (৮)। তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পরে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মনজুর ই এলাহী।
Comments