নিয়ম না মেনে ভৈরব নদে প্রভাবশালীদের জেটি

Bhairab_River_Benapole.jpg
ছবি: সংগৃহীত

যশোরের শিল্পবাণিজ্য শহর নওয়াপাড়ায় প্রভাবশালীদের কারণে নাব্যতা হারাচ্ছে ভৈরব নদ। কোথাও কোথাও অর্ধেক নদী দখলে নিয়ে জেটি নির্মাণ করা হয়েছে। এতে নদের স্বাভাবিক স্রোত বাধাগ্রস্ত হয়ে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় দখলদারিত্ব স্থায়ী হতে চলেছে। কার্গো থেকে চাল, গম, সার, কয়লা, পাথর ও বালি নামাতে যে অস্থায়ী জেটিগুলো নির্মাণ করা হয়েছিল, সেগুলো পাকা করে লং-বুম বসানো হয়েছে।

নওয়াপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম গোপন রাখার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, নওয়াপাড়া নদীবন্দর এলাকায় বারবার ড্রেজিং করার পরেও ভরাট হয়ে যাচ্ছে। চেঙ্গুটিয়া লবণ মিল ঘাট, মহাকালের দিপু স্টোন ঘাট, নূর সিমেন্ট ঘাট, মাস্টার ঘাট, মালোপাড়া ঘাট, মশরহাটির পরশ আটা-সুজি-ময়দা মিলের ঘাট, সিডল টেক্সটাইল মিল ঘাটগুলো অবৈধভাবে নদের ভেতরে গড়ে উঠেছে। এতে নদের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও নদের বাঁক পরিবর্তন হয়ে গেছে।

নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভৈরব নদের মধ্যে গড়ে ওঠা জেটিগুলো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্মাণ করা হলেও নিয়ম মানা হয়নি। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আছে। আগামী এক মাসের মধ্যে ভৈরব নদ দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

52m ago