সংক্রমণ বাড়ায় পুনরায় লকডাউন জাকার্তায়

করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আবারো লকডাউনের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর।
গত বুধবার পর্যন্ত জাকার্তায় এক হাজার ৩৪৭ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। ছবি: এপি

করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আবারো লকডাউনের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর।

জাকার্তা পোস্টে বলা হয়েছে, এই লকডাউন শুরু হচ্ছে আগামী সোমবার থেকে।

এ বিষয়ে জাকার্তার গভর্নর আনিস বাসউইদেন বলেন, ‘এই জরুরি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এসময় সবাইকে ঘরে বসে কাজ, পড়াশুনা ও প্রার্থনা করার জন্য বলা হচ্ছে।’

গত বুধবার পর্যন্ত জাকার্তায় এক হাজার ৩৪৭ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে।

এছাড়াও গভর্নর জানিয়েছেন, রাজধানীটিতে করোনা আইসোলেশনের জন্য প্রস্তুত চার হাজার ৫৩ শয্যার মধ্যে ৭৭ শতাংশে রোগী ভর্তি রয়েছেন।

তিনি বলেন, ‘এখনই যদি এই সংক্রমণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ১৭ সেপ্টেম্বরের পর আর কোনো আইসোলেশন শয্যা খালি থাকবে না।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে নয় লাখ দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই কোটি সাড়ে ৭৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন এক কোটি ৮৭ লাখের বেশি মানুষ।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago