যুক্তরাষ্ট্রে দাবানল

জ্বলছে রেকর্ড পরিমাণ এলাকা, কমপক্ষে ৬ জনের মৃত্যু

তীব্র বাতাস এবং উষ্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশিরভাগ এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে ১০০টিরও বেশি জায়গায় দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার অন্তত ২৮টি এলাকা দাবানলে পুড়ছে।
USA_Fire_10Sep20.jpg
ছবি: সংগৃহীত

তীব্র বাতাস এবং উষ্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশিরভাগ এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে ১০০টিরও বেশি জায়গায় দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার অন্তত ২৮টি এলাকা দাবানলে পুড়ছে।

ন্যাশনাল ইন্টিগ্রেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) জানিয়েছে, ওরেগনে অন্তত ১৪টি বড় আগুন জ্বলছে। ওরেগনের গভর্নর কেট ব্রাউন বলেন, ‘এবারের দাবানলে ওরেগন অঙ্গ রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ব্রাউন পাঁচটি শহর- ডেট্রয়েট, ব্লু রিভার, ভিডা, ফিনিক্স ও ট্যালেন্ট শহর দাবানলে ‘যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে’ বলেও জানান তিনি।

কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছেন। ওরেগনের কয়েক শ ঘর-বাড়ি দাবানলে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানা গেছে। কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পেলেও জরুরি ব্যবস্থাপনার কর্মকর্তারা জানান, প্রায় চার লাখ ৭০ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।

গর্ভনর ব্রাউন বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি দেখে আমরা স্বস্তি পাচ্ছি না। বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে। শহর পর্যন্ত আগুন ছড়িয়ে যাচ্ছে।’

উত্তর ওয়াশিংটনে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক লাখ ৩৩ হাজার হেক্টরের বেশি ভূমি আগুনের কবলে পড়েছে। অন্যান্য সময় দাবানলের গোটা মৌসুমে এই পরিমাণ ভূমি ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার পর্যন্ত দাবানলে পুড়ে কমপক্ষে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওরেগনে মেরিয়ন কাউন্টিতে দাবানলের পুড়ে দুজন মারা গেছেন। এর মধ্যে উত্তর ওয়াশিংটনের কোল্ড স্প্রিংসে আগুনে এক বছর বয়সী এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিশুটির বাবা-মা দুজনই গুরুতরভাবে দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বলে জানা গেছে।

উত্তর ক্যালিফোর্নিয়ায় আগুনে পুড়ে মারা গেছেন তিন জন। বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা। বুধবার রাত পর্যন্ত ওয়াশিংটন, ওরেগন ও ক্যালিফোর্নিয়ায় ‍১০ কোটিরও বেশি মানুষ লাল পতাকার সর্তকতায় ছিলেন।

Comments

The Daily Star  | English

Quest for democracy: Bangladesh at crossroads again

More than half a century after its independence, Bangladesh still finds itself at the crossroads of crafting a state built on durable democratic foundations.

46m ago