বিছানায় ছিল দম্পতির মরদেহ
ঢাকার ধামরাই উপজেলা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেট পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সিলেট পাড়ায় তারা নিজেদের বাড়িতে বসবাস করতেন। জুয়েল (২২) পেশায় নির্মাণ শ্রমিক। তার বাবার নাম মনসুর ফকির। দুই বছর আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে মুনমুনের সঙ্গে তার বিয়ে হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকালে ওই দম্পতির সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে বিছানার ওপরে জুয়েল ও মুনমুনের মরদেহ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। মুনমুনের গলায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়েল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পরে বিষপানে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, জুয়েল তার স্ত্রীকে নিয়ে গতকাল শ্বশুর বাড়ি থেকে এসেছে। আজ তাদের মরদেহ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাদের ভেতরে দম্পত্য কলহ কিংবা অন্য কারো সঙ্গে শত্রুতা ছিল না।
Comments