গাজীপুরে চীনা কারখানায় ডাকাতি, ৭৫ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪
গাজীপুরে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা।
গত রবিবার গাজীপুরের কাশিমপুর থানার সারাবো এলাকায় চীনা মালিকানাধীন চং থিয়েন রি-জেনোরেশন রিফোর্স কারখানায় ডাকাতির ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ সাইফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (৩০), একই জেলার ইব্রাহিম খলিল (২৫) ও চাঁদপুরের মতলব উপজেলার এমদাদুল হক (২০)।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর রাতে ৬-৭ জনের ডাকাত দল কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে এবং সব সিসি ক্যামেরা নিস্ক্রিয় করে ফেলে। তারা কারখানা মালিক চীনা নাগরিক ওয়াং হিকে (৫৫) রড দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ঘরে থাকা নগদ প্রায় দেড় কোটি টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নেয় তারা।
এ ঘটনায় জিএমপির উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ শরিফুর রহমান এবং কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে কয়েকটি টিম গাজীপুর, জামালপুর ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে গত সোমবার কারখানার নিরাপত্তাকর্মী এমদাদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের বাকিদের আটক করা হয়। সেলিনা বেগমের কাছ থেকে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ও সাইফুল ইসলাম এবং ইব্রাহিম খলিলের কাছ থেকে ২৯ লাখ টাকা জব্দ করা হয়।
গত বুধবার গাজীপুর আদালতে সেলিনা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments