বাংলাদেশসহ ২৩ দেশের প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাংলাদেশসহ ২৩ দেশের প্রবাসী এবং পেশাদার ভ্রমণ পাসধারীদের শর্তসাপেক্ষে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাংলাদেশসহ ২৩ দেশের প্রবাসী এবং পেশাদার ভ্রমণ পাসধারীদের শর্তসাপেক্ষে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, গত ৭ সেপ্টেম্বর প্রণীত আইনটি কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ মন্ত্রীপরিষদ কমিটি।

‘তবে, প্রবাসী এবং পেশাদার ভ্রমণ পাসধারীদের সে দেশে প্রবেশের আগে ইমিগ্রেশন বিভাগের অনুমোদন নিতে হবে।’

তিনি বলেন, ‘তাদের আবেদনের সঙ্গে অবশ্যই মালয়েশিয়ার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থার একটি সমর্থন পত্র থাকতে হবে।’

এ ছাড়াও, স্থায়ী বাসিন্দার পাশাপাশি মালয়েশিয়ার নাগরিকদের বিদেশী স্বামী-স্ত্রীকেও প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা হতে হবে একমুখী যাত্রা এবং তাদের দেশে থাকতে হবে।

ক্ষতিগ্রস্ত দেশের পাসধারী শিক্ষার্থীদেরও মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘উল্লিখিত সবাইকে আগেই অভিবাসন থেকে অনুমোদন নিতে হবে।’

ইসমাইল বলেন, শিক্ষার্থীদের পাসের জন্য অভিবাসন কোনো নতুন আবেদন গ্রহণ করবে না।

উচ্চ করোনা সংক্রমণের কারণে গত ৭ সেপ্টেম্বর ২৩ দেশের উপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া। দেশগুলো  হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, বাংলাদেশ, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।

Comments