করোনাভাইরাস

মৃত্যু ৯ লাখ ৮ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ২ কোটি ৮০ লাখের বেশি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইতোমধ্যে নয় লাখ আট হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮০ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক কোটি ৮৭ লাখের বেশি।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৮০১ জন এবং মারা গেছেন নয় লাখ ৮ হাজার ২৫৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক কোটি ৮৯ লাখ ২১ হাজার ১২০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৯৬ হাজার ৭৩ জন এবং মারা গেছেন এক লাখ ৯১ হাজার ৯৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৪ লাখ ৩ হাজার ৫১১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৩৮ হাজার ৪৪৬ জন, মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৫২২ জন এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫৭ হাজার ৭০১ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জন, মারা গেছেন ৭৫ হাজার ৬২ জন এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিলিতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪২ হাজার ৮৩৬ জন, পেরুতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২ হাজার ৭৭৬ জন, কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ৬৬৪ জন, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৮ জন, চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৬৬৯ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯৪ হাজার ৪৮৮ জন, তুরস্কে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৪৫৫ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ১৪৩ জন, ইতালিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৩ হাজার ১৮০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৭ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন লাখ ৩২ হাজার ৯৭০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন চার হাজার ৬৩৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

36m ago