চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের অন্তত ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার কোতোয়ালি থানার অধীনে স্টেশন রোড ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে ১২ ঘণ্টা অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে।

ওসি বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Comments