টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানার আগুনে দগ্ধ হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে দুলাল (৪৫) নামে একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানার আগুনে দগ্ধ হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে দুলাল (৪৫) নামে একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।

এর আগে, গতকাল ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এসএস স্টিল মিলস লিমিটেডের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন মারা গেলেন। বর্তমানে চিকিৎসাধীন তিন জন।

আরও পড়ুন:

টঙ্গীতে স্টিল কারখানার আগুনে ৫ শ্রমিক দগ্ধ

Comments