করোনায় বগুড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন আলীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মহসিন আলী (৫৪) মারা গেছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া ডিএই’র অতিরিক্ত উপপরিচালক মো. সাহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মহসিনের ছেলে নাবিল বলেন, ‘গত ৩০ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বাবার করোনা শনাক্ত হয়। তিনি ৩ সেপ্টেম্বর থেকে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Comments