ফুলহ্যামকে উড়িয়ে মৌসুম শুরু আর্সেনালের

ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছে আর্সেনাল।
শনিবার ফুলহ্যামের ঘরের মাঠে গানারদের হয়ে গোল তিনটি করেন আলেকজান্দ্রে লাকাজেত, গাব্রিয়েল ও পিয়েরে-এমেরিক অবামেয়াং।
খেলার শুরু থেকেই ম্যাচে প্রাধাণ্য ছিল আর্সেনালের। তবে প্রথম গোলটি তারা পেয়েছে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে। ৮ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন শাকা। কিন্তু ফুলহ্যামের ডিফেন্ডার রিম তা ক্লিয়ার করতে পারেননি। কাছেই দাঁড়ানো উইলিয়ান বল নিয়েই বাড়িয়ে দেন লাকাজেতের পায়ে। সহজ সুযোগে মৌসুমের প্রথম গোল পেতে ভুল করেননি লাকাজেত।
Comments