কঙ্গোয় খনি ধসে অন্তত ৫০ জন নিহতের শঙ্কা

কঙ্গোর কামিতুগা শহরের একটি সোনার খনি। ফাইল ফটো রয়টার্স

আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে একটি সোনার খনি ধসে অন্তত ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণ কিভু প্রদেশের কামিতুগা শহরের একটি খনিতে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

ওই প্রদেশের গভর্নর থিও এনগাবিজ কাসির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত ৫০ জনের বেশিরভাগই যুবক।

কামিতুগা শহরের মেয়র আলেকজান্দ্রে বুন্দ্যা বলেন, নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও তারা নিশ্চিত নন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জিন নন্দ এএফপিকে বলেন, 'প্রত্যক্ষদর্শীদের মতে সেখানে ৫০ জনেরও বেশি মারা গেছেন। আর, জীবিত মাত্র একজনকে পাওয়া গেছে।'

তিনি জানান, প্রচণ্ড বৃষ্টির পর খনি সংলগ্ন নদীটি প্লাবিত হয়।

'খনির ভেতরে তিনটি টানেলের মধ্যে পানি ঢুকে যায়। ভেতর থেকে লোকেরা বাইরে বেরোনোর চেষ্টা করলেও, উচ্চ চাপে পানি প্রবাহের কারণে বের হওয়ার কোনও উপায় ছিল না।’

মুষলধারে বৃষ্টিতে মাটি ধসে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মেয়র বুন্দ্যা দাবি করেন।

তিনি তার শহরে দুইদিনের শোক ঘোষণা করেছেন।

স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধি নিকোলাস কালাঙ্গালিলওয়া খনি বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানান।

তিনি বলেন, 'কর্তৃপক্ষকে অবশ্যই খনি শ্রমিকদের দায়িত্ব নিতে হবে।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

3h ago