অক্সফোর্ডের ভ্যাকসিনের আবার পরীক্ষা শুরু
স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় ৬ সেপ্টেম্বর থেকে স্থগিত রেখে গতকাল শনিবার থেকে আবার ভ্যাকসিন পরীক্ষা শুরু করছে ক্যাম্ব্রিজ-ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।
যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে প্রতিষ্ঠানটি এই ট্রায়াল শুরু করেছে বলে বার্তা সংস্থা এএফপি জানায়।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) নিরাপদ ঘোষণা করায়, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন এজেডডি-১২২২ এর ট্রায়াল আবার শুরু হয়েছে।
যুক্তরাজ্যে ট্রায়ালে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবী ভ্যাকসিনটি নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় ৬ সেপ্টেম্বর থেকে এর চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়।
এরপর এই ট্রায়ালের নিরাপত্তা পর্যালোচনা করতে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়।
অ্যাস্ট্রাজেনেকা জানায়, কমিটি তাদের তদন্ত শেষ করেছে এবং রেগুলেটরি অথরিটিকে সুপারিশ করেছে যে যুক্তরাজ্যে এর ট্রায়াল আবার শুরু করা নিরাপদ।
করোনাভাইরাস প্রতিরোধে চলমান শেষ ধাপের ট্রায়ালে থাকা নয়টি ভ্যাকসিনের মধ্যে একটি অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন।
প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ৩১ আগস্ট থেকে বেশ কয়েকটি এলাকার ৩০ হাজার স্বেচ্ছাসেবীকে ট্রায়ালের জন্য তালিকাভুক্ত করতে কাজ করছে। এ ছাড়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় ছোট পরিসরে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা স্থগিত, স্বেচ্ছাসেবী অসুস্থ
Comments