১৫ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করবে কমিউনিস্ট পার্টি

দেশের পাটশিল্প রক্ষায় ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগ, বন্ধ সব পাটকল চালু ও পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং সব বকেয়া প্রদানের তিন দফা দাবিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
CPB (M).jpg

দেশের পাটশিল্প রক্ষায় ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগ, বন্ধ সব পাটকল চালু ও পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং সব বকেয়া প্রদানের তিন দফা দাবিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ বলেন, ‘পাটের নিত্যনতুন ব্যবহার উদ্ভাবন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাটকল বন্ধ করে দেওয়া পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল।’

তিনি বলেন, ‘পাটকল বন্ধের ফলে এ শিল্পের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি করোনাভাইরাসের প্রভাবে অন্যান্য সেক্টরেরও লাখো শ্রমিক আজ বেকার। বিদেশ থেকেও কর্মহীন শ্রমিকরা ফেরত আসছেন। অথচ এ ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এসব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ জনগণের সামনে খোলা নেই।’

ডা. এম. এ. সামাদ এ আন্দোলন সফল করতে তার দলের নেতা-কর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শ্রমিক-কৃষক-মেহনতি মানুষদের তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago