ভারতে ১৪৭৫ টন পূজা স্পেশাল ইলিশ রপ্তানির অনুমতি

স্টার ফাইল ছবি

প্রতিবেশী দেশ ভারতে সীমিত আকারে পূজা স্পেশাল ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নয় ইলিশ রপ্তানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের উপসচিব নারগিস মুরশিদা বিষয়টি জানান।

তিনি বলেন, ‘আমরা নয় জন রপ্তানিকারককে সীমিত আকারে ১ হাজার ৪৭৫ টন ইলিশ ১০ অক্টোবর পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে রপ্তানি করার অনুমতি দিয়েছি। এটি পূজা স্পেশাল, এ কারণেই আমরা অনুমতি দিয়েছি। গত বছর আমরা ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছিলাম।’

এসব মাছ শিগগির বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে।

বরিশাল মৎস্য আড়তদার সমিতির সভাপতি ও ইলিশ এক্সপোর্টার নীরব হোসেন টুটুল বলেন, ‘২০০ জন আবেদন করলেও নয় জনকে এই সুযোগ দেওয়া হয়েছে। ৮০০ থেকে ১২০০ গ্রামের মাছ রপ্তানি করা হবে। আগামী ১০ অক্টোবর পূজার উপহার হিসেবে এই মাছ যাচ্ছে।’

বর্তমানে এই মাছ রপ্তানির জন্য কোয়ারেন্টিন আদেশসহ নানা প্রস্তুতি চলছে, আগামী সপ্তাহ থেকেই এই ইলিশ মাছ রপ্তানি শুরু হবে।

তিনি জানান, হঠাৎ করে মাছের আমদানি বেড়ে যাওয়ায় রপ্তানি না হলে তাদের পথে বসতে হতো। কেজির ওপরে মাছ বর্তমানে  ৮০০ থেকে ১০০০ টাকা হলেও মূল্যমানে তফাৎ থাকায় কিছু দাম বেশি পাওয়া যাবে।

ইলিশ ব্যবসায়ী অজিত কুমার দাস মনু বলেন, ‘গত বছরও ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির আদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৩৫০ টনই গিয়েছিল বরিশালের মোকাম থেকে। এবারেও রপ্তানির আশি ভাগ যাবে বরিশাল মোকাম থেকে।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইলিশ রপ্তানির সংবাদ প্রচার হওয়ার আঁচ লাগতে শুরু করেছে স্থানীয় বাজারে। আগের চেয়ে বড় সাইজের ইলিশের দাম ১০ ভাগ বেড়ে গেছে। এখন কেজির ওপরে মাছ ৯০০-১০০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

মৎস্য বিভাগের মতে, সরকারি অভিযানের কারণে ইলিশ এখন বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এর ফলে উৎপাদন বাড়ছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘ইলিশ রক্ষা কার্যক্রম যথাযথভাবে তদারকি করায় গত কয়েক বছর ধরে বরিশাল অঞ্চলে ইলিশের উৎপাদন বেড়েছে।’

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago