একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
সারাদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আজ রোববার থেকে শুরু হয়েছে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের মতে, তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৪ লাখ শিক্ষার্থীর কাছ থেকে কলেজে ভর্তির আবেদন জমা নেয়া হয়েছে।
এ বছর এসএসসি এবং সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আগেই জারি করা নীতিমালা অনুসারে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সেশন ও ভর্তি ফিসহ মিউনিসিপাল (উপজেলা) এলাকায় এক হাজার টাকা, মিউনিসিপাল (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং অন্যান্য মহানগরীতে তিন হাজার টাকা বেশি নিতে পারবেন না।
ঢাকা মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি নেয়া যাবে না।
এতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকায় থাকা আংশিক এমপিও বা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ইংলিশ মিডিয়ামে সর্বোচ্চ আট হাজার টাকা এবং বাংলা সংস্করণে সাত হাজার টাকা নেয়া যেতে পারে।
Comments