বিরতির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়েছে মিরাজের বোলিং

করোনাভাইরাস বিরতির পর নিজের বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হারিয়ে অস্বস্তিতে পড়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ
mehedi hasan miraz
ছবি: বিসিবি

করোনাভাইরাস বিরতির পর নিজের বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হারিয়ে অস্বস্তিতে পড়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। লম্বা সময়ের বিরতির পর বল করতে নেমে জড়তায় ভুগছেন, ভাবনা জগতে তৈরি হয়েছে দ্বিধা। বলে রাখতে পারছেন না নিয়ন্ত্রণ।

মার্চ মাসে খেলা বন্ধ হওয়ার নিজ এলাকায় ফিরে গিয়েছিলেন তিনি। ফিটনেস নিয়েই অবসরে পার করতে হয়েছে বেশিরভাগ সময়। ব্যক্তিগত অনুশীলন চালুর পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে হালকা কাজ করেছেন।

তবে গেল বুধবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই চলছে তার পুরোদমে অনুশীলন। ফিটনেসের পাশাপাশি চলছে স্কিলের কাজ। নেটে বল করতে গিয়ে মিরাজ টের পাচ্ছেন বদলে গেছে অনেক কিছু।

এমনিতে বলে খুব বেশি টার্ন থাকে না তার। মূলত ঠিক জায়গায় বল ফেলে ব্যাটসম্যানের মতিগতি বুঝে কাজ চালান তিনি। রোববার অনুশীলনে এসে জানালেন, এখানেই লেগেছে সবচেয়ে বড় ধাক্কা,   ‘৫-৬ মাস পর মিরপুরে বোলিং শুরু করেছি। তিন-চার দিন হলো এখানে বোলিং করছি, ভালোও লাগছে। কিন্তু অনেক দিন পরে শুরু করায় বলে নিয়ন্ত্রণ থাকছে না, অস্বস্তি লাগছে। তারপরও মনে করি যত টুক সম্ভব নিজেকে তৈরি করে মাঠে খেলার জন্য প্রস্তুত হতে পারব।’

‘একটু দোটানায় আছি। বোলিং হয়তো ভালো হচ্ছে না, যেমন আমি চাচ্ছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নিজের জায়গায় বোলিংটা আনতে।’

সব ঠিক থাকলে চলতি মাসেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। অক্টোবরের শেষ দিকে তিন টেস্টের সিরিজ শুরুর প্রাথমিক সূচি আছে বাংলাদেশের। টেস্টে দলে বোলিংয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ মিরাজ। লঙ্কা সফরের আগে তাই তার চ্যালেঞ্জ আগের জায়গায় ফিরে যাওয়ার, ‘নিজেকে আগের জায়গায় নিতে বোলিংয়ের যে যে কাজগুলো করা দরকার সেগুলো নিয়ে কাজ করছি। আমার কোচের সঙ্গেও কথা বলেছি, তিনিও আমার সঙ্গে অনেক কথা বলেছেন, কীভাবে কি করলে ভালো হয়। অভিষেক থেকে টানা তিন বছর ভালোই গিয়েছে। কিন্তু লকডাউনের আগের সিরিজটা বা এর আগের দুই তিনটা সিরিজ যে রকম চেয়েছি সেরকম হয়নি।’

 ‘যতটুকু সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করব। আগে যেরকম বোলিং করতাম সেই ছন্দে ফিরে আসতে চাই।’

Comments