জাল এনআইডি তৈরির দায়ে গ্রেপ্তার ইসির ২ কর্মীকে সাময়িক অব্যাহতি

bank_forjery_13sep20.jpg
মিরপুর এলাকা থেকে এনআইডি জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। ছবি: সংগৃহীত

জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর সবুজবাগ ও গুলশান নির্বাচন কমিশন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্প।

আজ রোববার ইসির উপ-সচিব এবং আইডিইএ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. নুরুজ্জামান খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রকল্পের এই দুই ডেটা এন্ট্রি অপারেটরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।

এর আগে, রাজধানীর মিরপুর এলাকা থেকে এই দুজনসহ এনআইডি জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

গ্রেপ্তারকৃত অপর তিন জন হলেন— মো. মজিদ (৪২), মো. আব্দুল্লাহ আল মামুন (৪১) ও মো. সুমন পারভেজ (৪০)।

আরও পড়ুন:

মিরপুরে এনআইডি জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Comments