নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যা, আটক ৩
নারায়ণগঞ্জের সদর উপজেলায় বেলাল মিয়া (৩০) নামে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। গতকাল দিনগত রাতে উপজেলার বক্তাবলী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে আটক করেছে পুলিশ। আর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত বেলাল মিয়া ফতুল্লার শাহী মসজিদ এলাকার মৃত সিকান্দর আলীর ছেলে।
ওসি আসলাম হোসেন বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে বক্তাবলী খেয়াঘাট এলাকা থেকে বেলাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায়, ঘাড়ে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য বেলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে পাওয়া তথ্য অনুযায়ী রাতেই বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার (চাকু) ও ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’
আটককৃতদের বরাত দিয়ে ওসি বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। তারা গতকাল রাত সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া থেকে দুই জন যাত্রীবেশে ৯০ টাকা ভাড়ায় বেলাল মিয়ার অটোরিকশায় বক্তাবলী খেয়াঘাটে আসে। আগে থেকেই খেয়াঘাটে তাদের অপর সহযোগী অপেক্ষায় ছিল। ওই সময় খেয়াঘাটে লোকজন না থাকায় সুযোগ বুঝে বেলাল মিয়াকে সুইচ গিয়ার দিয়ে গলায়, ঘারে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে বেলাল মিয়া মারা যায়। পরে রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে তিন জন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।’
Comments