অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

মহিউদ্দিন বাহার। ছবি: সংগৃহীত

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অভিনেতা মহিউদ্দিন বাহার (৭৩) মারা গেছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

মহিউদ্দিন বাহারের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার বড় ছেলে মো. মঈন উদ্দিন। তিনি বলেন, ‘অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক অসুবিধায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে আজ ভোরে রাজধানীর ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।’

আজই বাদ আসর দয়াগঞ্জে তার মরদেহ দাফন করা হবে। মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনে ছোটদের ধারাবাহিক ‘রোজ রোজ’ এ তিনি প্রথম অভিনয় করেন। এ ছাড়া, ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে আসছিলেন তিনি।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago