শীর্ষ খবর
গোপনে মেয়রের ভিডিও

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেপ্তার ৩

গোপনে বরিশাল সিটি মেয়রের পরিবারের সঙ্গে সময় কাটানোর ভিডিও ধারণ করায় একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকসহ তিন জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন
স্টার অনলাইন গ্রাফিক্স

গোপনে বরিশাল সিটি মেয়রের পরিবারের সঙ্গে সময় কাটানোর ভিডিও ধারণ করায় একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকসহ তিন জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি পুলিশ জানায়, এই তিন জন স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবর’–এর সম্পাদক মামুনুর রশীদ নোমানী, তার সহযোগী কামরুল মৃধা ও লাবু গাজী। গত শনিবার দিবাগত রাত ১টার সময় তাদের আটক করা হয়। রোববার সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘শনিবার দিবাগত রাত একটার দিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় ওই তিন জন কোনো অনুমতি ছাড়াই গোপনে তাদের ভিডিও ধারণ করেন। সাদিক আবদুল্লাহ বিষয়টি টের পেলে তিন জনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে।’

পুলিশ জানায়, এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি মডেল থানায় রোববার সকালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক তিন জনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

55m ago