চট্টগ্রামে ৮ পুলিশ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বোয়ালখালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশ ও সাত পুলিশ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একজন আইনজীবীর সহকারী।
ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ভুয়া অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে এ মামলা করেন চট্টগ্রাম আদালতের এক আইনজীবীর সহকারী সমর কৃষ্ণ চৌধুরী।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দাশ জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
সমর কৃষ্ণ চৌধুরীর পরিবারের অভিযোগ, সমরের প্রতিদ্বন্দ্বিদের সহযোগিতায় পুলিশ চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে সমরকে তুলে নিয়ে নির্যাতনের পর মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
এই ঘটনায় হিমাংশু কুমার দাশকে বোয়ালখালী থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার নুর-ই-আলম মিনা।
Comments