শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
খুলনায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য রেজাউল ইসলাম (২২) কে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত রেজাউল নাটোর পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানিয়েছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায়।
বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
শিশুটির বাবা জানান, রেজাউল ছুটিতে বাড়িতে এসেছে। তার মেয়ে রেজাউলের বাড়ির পাশে ঘেরের পাড়ে আজ সকালে কদম ফুল পাড়তে যায়। ফুল পাড়তে সহায়তার কথা বলে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, শিশুটি শঙ্কামুক্ত নয়, তার এখনও রক্তক্ষরণ হচ্ছে।
Comments