পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় প্রায় ৫ শ ট্রাক
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় রাস্তায় ও টার্মিনালে অন্তত পাঁচ শ ট্রাক আটকা পড়ে।
ঢাকা থেকে ট্রাক নিয়ে সকাল সাড়ে ৬টায় পাটুরিয়ায় পৌঁছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি যাবেন ঝিনাইদহ। জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কতক্ষণে এই জ্যাম ছাড়বে ঠিক নাই। দুই-আড়াই ঘণ্টা লাগতে পারে আবার বিকালও হতে পারে।’
পদ্মায় তীব্র স্রোত, নাব্যতা সংকট ও ঘাট ভেঙে যাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত রয়েছে। এতে করে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। চাপ বেশি থাকায় দীর্ঘ সিরিয়ালে থাকছে পণ্যবাহী ট্রাকগুলো।
আরেক ট্রাকচালক জামাল সকাল ৭টায় গাড়ি নিয়ে ঘাট এলাকায় এসে আটকা পড়েন।
Comments