বরগুনায় হরিণের চামড়া, মাথা ও ১২টি পা উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার জীনতলা এলাকা থেকে জবাই করা হরিণের একটি মাথা, তিনটি চামড়া ও ১২টি পা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের একটি দল ভোররাত ২টার দিকে অভিযান চালিয়ে হরিণের এসব অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করে এবং সকালে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করে। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বলেন, ‘পাচারকারীরা হরিণ পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন জীনতলা এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে কয়েকটি পাতিলে রাখা হরিণের তিনটি চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করা হয়। সেগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বনবিভাগ এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
Comments