রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

রোহিঙ্গা শিবিরে পাহাড় কাটার দায়ে চার জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল আহসান খানের আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উখিয়ার জামতলী এলাকার আব্দুর রহিম, পেকুয়া উপজেলার মো. কালাম হোসেন, কক্সবাজার পৌরসভার আব্দুর রহিম এবং ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের মো. তোহা।

গতকাল রাতে সাজা দেওয়ার খবর নিশ্চিত করেন  রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মুহাম্মদ হেমায়েতুল ইসলাম।

গত রবিবার রাতে ১৬ নং রোহিঙ্গা শিবিরের সিআইসি অফিসের বিপরীত দিকে পাহাড় কাটার সময় তাদের আটক করা হয়।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

10h ago