৬২ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ইসিবির
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘাটতি পোষাতে ৬২ জন কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
মঙ্গলবার ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মাঝে লম্বা সময়ের জন্য দেশটিতে পেশাদার ক্রিকেট বন্ধ থাকায় ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি ক্ষতি হয়েছে তাদের। এমনকি আগামী বছর তা বেড়ে ২০০ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।
লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি আর্থিক লোকসান পুষিয়ে নিতে ইসিবি তার কর্মশক্তিতে বরাদ্দ বাজেটের ২০ শতাংশ হ্রাস করার পরিকল্পনা নিয়েছে। সেটা বাস্তবায়ন করতে ৬২ জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তারা।
ঘাটতি পোষাতে এর আগেও স্বল্পমেয়াদী কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল ইংল্যান্ডের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তবে হ্যারিসন জানিয়েছেন, এবারে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে হাঁটতে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, নতুন সংস্করণের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’ (১০০ বলের প্রতিযোগিতা) থেকে চলতি বছর ১১ মিলিয়ন পাউন্ড আয় করার কথা ছিল ইসিবির। কিন্তু করোনাভাইরাসের কারণে তা আগামী ২০২১ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
Comments