করোনাভাইরাসে মৃত্যু ৯ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ২ কোটি ৯৪ লাখের বেশি

রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইতোমধ্যে নয় লাখ ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় দুই কোটি মানুষ।

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন নয় লাখ ৩৩ হাজার ৫৪২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৯৯০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ চার হাজার ৩৫৫ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ৭৬৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৪ লাখ ৯৫ হাজার ১২৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন, মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ৫১৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ১১ হাজার ৫০৫ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন, মারা গেছেন ৮০ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৩৯৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিলিতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন, পেরুতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬০ জন, কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৮ হাজার ৫৯০ জন, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৫২১ জন, চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৯৮৩ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭ হাজার ৩৫৩ জন, তুরস্কে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৬২০ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩ হাজার ১৬৭ জন, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯৯০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৩৫ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৮০২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৯৪ জন।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago