ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ৫০ লাখ ছাড়াল। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ২৯০ জন মারা গেছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ৯০ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৩৬০ জন। গত ৫ সেপ্টেম্বর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ২৩ হাজার ১৭৯ জন। তবে, মাত্র ১১ দিনে সেই সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছাতে ১৩ দিন সময় লেগেছিল।
দেশটিতে গত ১১ দিনে করোনায় ১২ হাজার ৫০৫ জনের মৃত্যু হয়েছে। ত মধ্যে গত ২৪ ঘণ্টায় ১,২৯০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৬৬ জনে। মোট আক্রান্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৬১ জন। দেশটিতে করোনা থেকে সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ।
Comments