২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৬১৫, পরীক্ষা ১৩৩৬০

Coronavirus-1.jpg
করোনাভাইরাস। ছবি: সংগৃহীত

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা হলো ৪ হাজার ৮২৩ জন। নতুন করে আরও ১ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৫৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৩ হাজার ৩৬০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭২.৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ এবং পাঁচ জন নারী আছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা ৩ হাজার ৭৬০ জন বা ৭৭.৯৬ শতাংশ এবং নারীর সংখ্যা ১ হাজার ৬৩ জন বা ২২.০৪ শতাংশ।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago