ধর্ষণে অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁসি বা নপুংসক করা উচিত: ইমরান খান
ধর্ষক ও শিশু নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসি কিংবা রাসায়নিক দিয়ে নপুংসক করে দেয়ার পক্ষে মত দেন তিনি।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ইমরান খান। তিনি জানান, মন্ত্রিসভায় তিনি অপরাধীদের সম্ভাব্য শাস্তি নিয়ে আলোচনা করেছেন।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মঈদ পিরজাদাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি তাকে (ধর্ষক) প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। ধর্ষণকারী এবং শিশু নিপীড়কদের জনসাধারণের সামনে ফাঁসি হওয়া উচিত। আপনি প্রকৃত পরিসংখ্যানও জানেন না, কারণ এটা নিয়ে রিপোর্ট করা হয় না। মানুষ ভয় পেয়ে বা অপমানে রিপোর্ট করতে চায় না। কাউকে বলতেও চায় না।’
তবে, প্রকাশ্যে ফাঁসির বিষয়টি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সাথে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কে প্রভাবিত করতে পারে বলে জানান তিনি। এর বিকল্প হিসেবে তিনি বলেন, ‘ধর্ষক ও শিশু নিপীড়কদের যেন রাসায়নিক প্রয়োগ বা অস্ত্রোপচারের মাধ্যমে নপুংসক করা হয় যাতে তারা ভবিষ্যতে কিছু করতে না পারে।’
সিএনএন জানায়, গত সপ্তাহে লাহোরের কাছে হাইওয়েতে এক নারী ধর্ষণের শিকার হন।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী একটি হেল্পলাইনে ফোন করেছিলেন। পুলিশের জন্য অপেক্ষায় থাকার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি।
এ ঘটনায় পাকিস্তান জুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments