জাপান পুনর্গঠন ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুগা

‘জাপানকে পুনর্গঠন করা এবং সাবেক প্রধানমন্ত্রী আবের ধারাবাহিকতা রক্ষা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে আমার সরকারের মূল লক্ষ্য।’ আজ বুধবার শপথ গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
সংসদীয় ভোটে আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইয়োশিহিদে সুগা। ১৬ সেপ্টেম্বর ২০২০। ছবি: এপি

‘জাপানকে পুনর্গঠন করা এবং সাবেক প্রধানমন্ত্রী আবের ধারাবাহিকতা রক্ষা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে আমার সরকারের মূল লক্ষ্য।’ আজ বুধবার শপথ গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

আজ বুধবার জাপানের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়ে সাড়ে ৯টায় শেষ হয় সংবাদ সম্মেলনটি। এ সময়ে ইয়োশিহিদে সুগা তার সরকারের নানাবিধ পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন এবং টোকিও অলিম্পিক আসরকে চ্যালেঞ্জ হিসেবে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।’

করোনায় দেশটির তিন লাখ ৩০ হাজার নারীসহ চার লাখ মানুষ কর্মহীন হয়ে পরেছে জানিয়ে সুগা বলেন, ‘তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে কাজ করতে হবে। জাপানকে সকলের বসবাস বান্ধব করে গড়ে তোলা আমার সরকারের অন্যতম প্রধান কাজ।’

জাপানে মোবাইল ফোন ব্যবহারের খরচ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি এই খরচ কমাতে কাজ করবেন বলে জানান।

বহির্বিশ্বের সঙ্গে পূর্বসূরি শিনজো আবের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সুগা।

জাপানের আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখে চীন ও কোরিয়ার সঙ্গে বিরোধ মিটিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও তার সরকার কাজ করে যাবে বলে যোগ করেন তিনি।

আরও পড়ুন: জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

ইয়োশিহিদে সুগা জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী

ইয়োশিহিদে সুগা জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী?

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

13h ago