গোপালগঞ্জে বোমা উদ্ধার মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি পুনরায় শুরু

high court
স্টার ফাইল ফটো

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্সের পুনরায় শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ নিম্ন আদালতের দেওয়া রায় উপস্থাপন করেন।

আজ দিনের কার্যক্রম শেষ করে মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন বেঞ্চ।

২০১৮ সালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় দণ্ডিতদের দায়ের করা ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ১১ দিন যুক্তিতর্ক শোনেন।

২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়।

বোমা উদ্ধার হওয়ার পরদিন সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা ছিল। বোমা উদ্ধারের ঘটনায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০০১ সালের ৮ এপ্রিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই বছর ২ জুলাই গোপালগঞ্জের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ মামলার রায়ে হরকাতুল জিহাদের ১০ জনের ফাঁসি, এক জনকে যাবজ্জীবন ও নয় জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের ফাঁসি

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago